পোস্টগুলি

শয়তান লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

মানুষ আর শয়তান পার্থক্য কী? ব্যাখ্যা ও উদাহরণ

ছবি
  মানুষ আর শয়তান পার্থক্য কী? ব্যাখ্যা ও উদাহরণ | নিতাই বাবু মানুষ আর শয়তান পার্থক্য কী? 🤔 ধর্মীয় ও দার্শনিক আলোচনায় মানুষ আর শয়তান –এর মধ্যে স্পষ্ট পার্থক্য পাওয়া যায়। নিচে বিস্তারিত আলোচনা ও উদাহরণ দেওয়া হলো। 🌿 মানুষ কী? সংজ্ঞা: মানুষ জ্ঞান, বিবেক, স্বাধীন ইচ্ছাশক্তি ও দায়িত্ববোধ সম্পন্ন প্রাণী। গুণাবলি: মানুষ ভালো–মন্দ উভয় কাজ করার ক্ষমতা রাখে। দায়িত্ব: মানুষকে তার কাজের হিসাব দিতে হয় (স্বর্গ–নরক ধারণা অনুযায়ী)। উদাহরণ: কেউ যদি সত্য কথা বলে, অন্যকে সাহায্য করে—সে মানবিক গুণ প্রকাশ করছে। আবার মিথ্যা বলা বা চুরি করা মানে শয়তানের প্ররোচনায় মন্দ কাজ করা। 🔥 শয়তান কী? সংজ্ঞা: শয়তান হলো এমন এক সত্ত্বা, যে সর্বদা মানুষকে মন্দ কাজে প্রলুব্ধ করে। গুণাবলি: সে সবসময় মানুষকে ভুল পথে নিতে চেষ্টা করে। দায়িত্ব: শয়তানের কোনো দায়িত্ব নেই; সে কেবল প্রলোভন সৃষ্টি করে। উদাহরণ: কেউ নামাজ পড়তে বা পূজা করতে চাইলে ভেতরে অলসতা বা অজুহাত তৈরি হওয়া—এটাই শয়তানের প্ররোচনা। ⚖️ মূল পার্থক্য বিষয় ...

মানুষই রাক্ষস মানুষই শয়তান

ছবি
ছোডবেলা সইন্ধ্যার পর বুড়া-বুড়িগো সামনে বইয়া হেগো মুহে শোলক(কিচ্ছা) হুনতাম। শোলক হুনতে খুব ভালা লাগত। হুনলে খালি হুনতেই মন চাইত। হুনতাম রাইক্ষস'র শোলক। হুনতাম শয়তানের শোলক। হুনতাম রাজা-প্রজা আর ধনী-গরিবগো শোলক। হেসুম খালি হুনতামই। কিন্তু তরজমা বা বিশ্লেষণ করনের মতন বয়স তহন অয় নাই দেইখ্যা হেগো মুহে শোলক হুইনাই খালি খালি চিন্তা করতাম, আর রাইক্ষসের ঢর মনের মধ্যে পুইষা রাখতাম।  হেই ঢরে সইন্ধ্যার পর আর ঘরেই তুনে বাইর অইতাম না। বেশি রাইতে যদি মুতায় ধরতো, তহন শয়তান আর রাইক্ষসের ঢরে মা'রে ডাইক্যা উঠাইতাম। মা'র লগে বাইরে যাইয়া মুইতা দুই চোক বন্ধ কইরা দৌড় দিয়া ঘরে আইতাম। হের পরও মনে অইতো এই বুঝি রাইক্ষসে আমারে খাইলো, আর শয়তানে ধরলো!  অহনে বড় অইছি। বুজের অইছি। হগল কিছু বুঝি, জানি। হিল্লাইগা অহনে আর হেসব শোলক কিচ্ছা হুনি না। কারোর মুহে হুনলেও আঁইস উডে। হুইন্না একলা একলাই আঁসতে থাহি, আর ভাবতে থাহি। অহনে বুঝি ঐ রাইক্ষস-টাইক্ষস হাছা বইলতে কিচ্ছু নাই। মাইনষের তুনে বড় রাইক্ষস এই দুইন্নাত আর কিচ্ছু নাই। আর ঐ যে শয়তান? মাইনষের তুনে বড় কুনো শয়তানও নাই। কাজেই কথার কথা অইলো  মানুষই ...