অন্ধকার থেকে মুক্তির দিকে
অন্ধকার থেকে মুক্তির দিকে
— একটি গদ্য কবিতা
তাকে বলে দেশনেত্রী—
বেগম খালেদা জিয়া।
তিনবার দেশের হাল ধরেছেন,
দুর্বিনীত সন্ত্রাসের বিরুদ্ধে গড়ে তুলেছেন র্যাব,
নিজ হাতে নির্মূল করেছেন দলেরই কালো ছায়া হয়ে ওঠা কিছু মুখোশধারী।
রাষ্ট্রের শৃঙ্খলা ছিল তাঁর শাসনের ছায়াতলে।
অথচ ইতিহাসের পাতায় যিনি জাতির কন্যা রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন,
তিনি যেন ক্ষমতার মোহে হয়ে উঠেছিলেন—
মানবতার অন্ধ প্রতিপক্ষ।
নির্বিচারে গুম-খুন, শাপলা চত্বরের রক্তস্নাত রাত,
মাথা নত না করা ছাত্রদের প্রতি বুলেটের ধাক্কা—
এসব যেন তারই নীরব অনুমোদনে ঘটে যাওয়া অধ্যায়।
আর সেই মহিলার শাসনেই—
মিথ্যা মামলার নামে চিরবন্দী রাখা হয়
বাংলার তিনবারের প্রধানমন্ত্রী,
দলের ত্যাগী নেত্রী, এক মায়ের মতো
দেশকে ভালোবাসা এক নারীর নাম—খালেদা জিয়া।
কিন্তু সময় তো কারও গোলাম নয়।
সে চুপচাপ থেকে যায় না।
সে বদলায়, সে ফিরিয়ে দেয়—
একদিন গুম হয়ে যাওয়া মুখগুলো,
একদিন হারিয়ে যাওয়া সত্যগুলো।
আজ সেই দেশনেত্রী মুক্ত।
আবার যেন ফিরে আসছে সাহসী পদচারণা।
আবার জেগে উঠছে বাংলার নিপীড়িত মানুষের হৃদয়।
আবার চোখে জল নিয়ে কেউ কেউ বলে—
“এই বাংলার মা ফিরেছেন!”
আশা করা যায়, তিনিই—
বেগম খালেদা জিয়া—হয়তো আবার
এদেশের নিপীড়িত জনসাধারণের শাসক হয়ে
নিজের সুযোগ্য পুত্র তারেক রহমানকে সাথে নিয়ে
রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছেন।
যার ভিত গড়ছে আজকের এই আন্দোলন,
এই জেগে ওঠা তরুণ প্রজন্ম।
কারণ ইতিহাস চক্রাকারে ফিরে আসে—
সত্য কখনও হারায় না।
নিপীড়নের অন্ধকারে একদিন সূর্য ফুটবেই।
আর সেই আলোয় হাঁটবেন একজন নারী—
যিনি দেশকে ভালোবেসেছিলেন, এখনো ভালোবাসেন,
আর যাকে মানুষ ডাকে—
দেশনেত্রী।
![]() |
নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে। 🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com