আলো, সূর্য ও সমাজের আলোকিত মানুষ
☀️ আলো, সূর্য ও সমাজের আলোকিত মানুষ
আমরা সবাই সূর্যকে জানি—প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, আলো ছড়ায়, তাপ দেয়, আমাদের জীবন টিকিয়ে রাখে। কিন্তু আমরা কি কখনও ভেবে দেখেছি, এই সূর্য কাউকে গরিব বলে অবহেলা করে না, কাউকে ধনী বলে বেশি আলো দেয় না, কিংবা পাপী না সাধু—সে হিসেবেও আলোর মাপকাঠি স্থির করে না। সূর্য কেবল নিজের ধর্ম পালন করে—নিঃস্বার্থভাবে আলোকিত করে সবাইকে।
কিন্তু মানুষ যখন আলোকিত হয়—শিক্ষায়, প্রতিভায়, প্রজ্ঞায়—তখন তার আলো আর নিঃস্বার্থ থাকে না। সে আলো বিক্রি হয়… ক্ষমতার কাছে, টাকার কাছে, কিংবা স্বার্থের কাছে। আমরা সমাজে যাদের আলোকিত মানুষ বলে জানি, তারা অনেকেই সেই আলোকে একটি মুদ্রায় পরিণত করে ফেলেছে।
কারো কণ্ঠস্বর গাইডলাইন ছাড়া পাওয়া যায় না, কারো চিন্তার আলো কেবল ধনিক শ্রেণির জন্য সংরক্ষিত, আর কেউ কেউ আলো দেখায় এমনভাবে—যেন সে-ই ঈশ্বর!
🌻 প্রকৃত আলোকিত মানুষ কেমন?
অথচ প্রকৃত আলোকিত মানুষ সেই, যিনি অন্ধকারকে তুচ্ছ জেনে, নিঃস্বার্থভাবে আলো বিলিয়ে যান। যিনি মানুষের মধ্যকার বিভেদ না দেখে, কেবল মানুষটিকে দেখেন। যিনি জানেন, আলো দিতে হলে প্রদীপ হতে হয়, এবং তেল জোগাতে হয় আত্মত্যাগ দিয়ে—not অর্থ দিয়ে।
আমাদের সমাজে সত্যিকারের আলোকিত মানুষের বড় অভাব। যারা আলো দেয়, তারা অনেকেই জানে না কাকে দিচ্ছে, কেন দিচ্ছে। তারা জানে শুধু—‘এ আলো বিনিময়যোগ্য’।
🌿 শেষ কথায়...
আমরা যদি সত্যিকার অর্থে আলোকিত হতে চাই, তাহলে সূর্যের কাছ থেকেই শিখতে হবে—
কে পাপী কে সাধু, সে হিসাব না করে, শুধু আলো দেওয়া—এই তো প্রকৃত ধর্ম।
✍️ লেখক: নিতাই বাবু
![]() |
নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে। 🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com