তোমার ঈশ্বর, আমার ঈশ্বর — গদ্য কবিতা (পর্ব-২)

 

🕊️ গদ্য কবিতা: তোমার ঈশ্বর, আমার ঈশ্বর – পর্ব-২

তোমার ঈশ্বর সিংহাসনে বসে বিচার করেন,
আমার ঈশ্বর ভেজা মাটিতে হাঁটেন খালি পায়ে।

তুমি বলো— "ঈশ্বরের ভয় কর",
আমি বলি— "তাঁকে ভালোবাস"
কারণ ভালোবাসা শাস্তির চেয়ে বড়,
আর ভয় কখনো প্রার্থনার ভাষা হতে পারে না।

তোমার ঈশ্বর শুধুই পুরুষ,
আমার ঈশ্বর কখনো মা, কখনো মেয়ে,
কখনো শ্রান্ত নারীর বুকের নিঃশ্বাস।

তুমি বলো— “এটা ধর্মবিরোধী”,
আমি বলি— “মানুষবিরোধী কিছুই ধর্ম হতে পারে না”

তোমার ঈশ্বর শুধু পবিত্র স্থানে থাকেন,
আমার ঈশ্বর থাকেন বস্তির ধারে,
কুড়িয়ে পাওয়া খাবারে যার মুখ ভরে ওঠে।

তুমি ভেবো, আমি ঈশ্বরবিরোধী—
কারণ আমি মূর্তি দেখি না, কাবার দিকেও ফিরি না,
শুধু বিশ্বাস করি,
যেখানে চোখে জল, সেখানেই তাঁর সিংহাসন।

তোমার ঈশ্বর যুদ্ধের পাশে দাঁড়ান,
আমার ঈশ্বর গুলির শব্দে কাঁপেন।

তুমি বলো — ঈশ্বর আমাদের পক্ষ নেন,
আমি বলি — ঈশ্বর শুধু মানুষ খোঁজেন।

আমার ঈশ্বর কিছু বলেন না,
কিন্তু আমি জানি—
তিনি শুনেন সেই মায়ের কান্না,
যার ছেলে ধর্মের নামে খুন হয়।

✍️ “তোমার ঈশ্বর, আমার ঈশ্বর” – শুধু নামের ভেদ,
হৃদয়ের ঈশ্বর কিন্তু সবার এক। 🌺

নিতাই বাবু

নিতাই বাবু

পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে।
মূলত সমাজ, সংস্কৃতি, স্মৃতিচারণা ও ছন্দনিবদ্ধ রচনায় আগ্রহী।
ভাষার শুদ্ধচর্চা ও সাহিত্যসমৃদ্ধ বাংলার প্রতি অগাধ ভালোবাসা।

🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন:

Facebook Facebook Twitter Twitter WhatsApp WhatsApp Email Email
লেখক নিতাই বাবু

নিতাই বাবু

পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক — ২০১৭

এই পোস্টটি পড়েছেন: 0 জন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার