অক্ষরের মেলা

 

📚 অক্ষরের মেলা 📚

✍️ স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ছড়া

-কে বলে আদর করে,
-কারেতে নামটা ধরে।
ই-উ এসে দেয় যে হাসি,
বলে, “আমিও আসি!”

-ও আছে, -ও পরে,
-ও বলে, “আমি থাকি পড়ে!”
নাচে ঢেউয়ের তালে,
স্বরবর্ণ থাকে লেখার জালে।

কিন্তু দেখো, ব্যঞ্জন দল,
আটত্রিশ জনের একটাই বল!
ক–খ গ–ঘ, হায় রে ভাই,
চ–ছ জ–ঝ, বলে উপায় নাই!

ট–ঠ ড–ঢ টানাটানি,
ত–থ দ–ধ শোনায় মধুর বাণী।
প–ফ ব–ভ দারুণ রাগে,
ম–য র–ল কেন আগেভাগে?

শ–ষ–স একসাথে হাঁটে,
হ বলে, “আমিও আছি পাঁটে!”
ক্ষ–ত্র–জ্ঞ জটিল বটে,
তবুও তারা চলে একজোটে!

স্বর আর ব্যঞ্জন মিলে,
শব্দের পিঠে ছন্দ গিলে।
বাংলা ভাষা বাজে হৃদয়তারে,
গল্প বলে সুখে-দুঃখে, ছন্দ-সঞ্চারে।


✍️ লেখক: নিতাই বাবু
🏅 পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭
🌐 ব্লগ ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

🔗 শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে:

Facebook Facebook Twitter Twitter WhatsApp WhatsApp Email Email

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার