শেষ চিঠি পৃথিবীর মানুষের কাছে
🌑 শেষ চিঠি পৃথিবীর মানুষের কাছে
— নিতাই বাবু
একদিন, যখন আমি আর থাকবো না,
আমার ঘরের দেওয়ালে, বাতাসে,
কিংবা কারও স্মৃতিতে যদি থেকে যাই—
তখন একটু থেমে আমার এই লেখা পড়ে নিও।
এই পৃথিবীকে আমি ভালোবেসেছিলাম
জলপাই পাতার মতো শান্ত এক পৃথিবী কল্পনায়,
যেখানে শিশুর কান্না যেন শুধুই খুশির বিস্ময়,
যেখানে বৃদ্ধের চোখে অনন্ত শ্রান্তি নয়—
থাকে শুধু শান্তির নদী।
আমি দেখেছি, রোদ উঠে কিন্তু আলো আসে না,
মানুষ হাসে কিন্তু ভিতরে কাঁদে,
একজন আরেকজনের খুব পাশে থেকেও
কি অদ্ভুতভাবে একা একা হেঁটে চলে!
তোমরা যারা এখনো বেঁচে আছো,
একটু ভালোবাসা দাও—
একটু কান পেতে শোনো
তোমার নীরব সন্তানের ভেতরের চিৎকার,
একটু হাত রাখো
তোমার পাশের বৃদ্ধ বাবার কাঁপা কাঁধে।
এই পৃথিবীর সবচেয়ে করুণ দুঃখ—
মানুষ বেঁচে থেকেও কারও হয়ে বাঁচে না।
আমি চলে যাবো, খুব নিঃশব্দে,
তবে আমার কণ্ঠে থেকে যাবে একটুকরো আকুতি—
"ভালো থেকো,
একটু ভালো থেকো সকলের জন্য।"
![]() |
নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে। 🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা |
অনেক ভালো লিখেছেন, শুভকামনা রইলো।
উত্তরমুছুন