আমার বলতে কিছুই নেই
আমার বলতে কিছু নেই
যতই বলি, “এটা আমার, ওটা আমার”—
স্রষ্টা বলেন, “নির্জনে শোনো আমার বারংবার:
তোমার কিছুই নয় সত্যিকার!
তোমার এই শরীর, তোমার এই প্রাণ,
আমারই সৃষ্টি, আমারই দান।
শুধু তোমার কর্মের ফলই চিরকাল তোমার।”
বাড়ি, গাড়ি, ধন-দৌলত,
সবই রবে ধুলোয়, নিঃস্ব আর কোলাহলহীন মৌনতায়।
তোমার ‘আমার’ বলার অধিকারে
আমি তো দিইনি কোনো স্বীকৃতি কোনো দিন।
তোমার ‘তুমি’ও একসময় বিলীন—
শুধু কর্ম, শুধু ন্যায়ের দিন-রজনী,
সেইটুকুই যাবে তোমার সাথে,
বাকিটুকু পড়ে থাকবে নিঃস্পন্দ পৃথিবীতে।
তাই বলি,
আমার বলতে কিছুই নেই—
সবই মহান স্রষ্টার,
এই জীবন, এই দেহ, এই শেষ অবধি পথটাও,
তাঁরই করুণায় দেয়া উপহার।
✍️ লেখক পরিচিতি:
নিতাই বাবু — পুরস্কারপ্রাপ্ত ব্লগার, সাহিত্যপ্রেমী ও সমাজচিন্তক।
লেখালেখির মাধ্যমে সমাজ, দর্শন ও মানবিক মূল্যবোধের কথা তুলে ধরেন।
📘 ব্লগ: নিতাই বাবুর ব্লগ
📤 শেয়ার করুন:
পাঠকের প্রতিক্রিয়া লেখককে অনুপ্রাণিত করে। আপনার অনুভূতি নিচে মন্তব্যে জানাতে ভুলবেন না। 🙏
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com