মেহনতি মানুষের জয় হোক
মেহনতি মানুষের জয় হোক ✊
রাজা তলোয়ারে ঠেকিয়ে বলে,
"এই যে নিত্য গোপাল! তুই কেন এমন কপাল!
দিনরাত খাটিস, মাটি কাটিস—
বল তো, কবে পাবি আরেকটা ভালো হাল?"
নিত্য গোপাল হেসে জবাব দেয়,
"রাজামশাই, আপনারও তো দরকার জয়!
আমি না খাটলে, ফসল উঠবে কই?
রাজ্য জয়ের পেছনে, লুকিয়ে আছে গরিবের ক্ষয়।"
রাজা চোখ লাল করে গর্জে ওঠে,
"তোদের রক্তে নয় মোর কপাল!
আমি ভাগ্যবান, রাজার মতোই মোর চাল—
তোদের মতো সাত কপাল না, আমার একটাই রাজকপাল!"
নিত্য গোপাল মাথা নিচু করে বলে,
"রাজা মশাই, ভাগ্য কারো এক, কারো দুই নয়,
আছে শুধু সময়ের খেলা—একালের পরে আসে সেকাল!
টাকার ঢেউয়ে সুখ আসে না,
বুকের শান্তিতেই তো প্রকৃত কপাল!"
রাজা হাসে, রঙ্গ করে—
"বোকা গোপাল! সুখ তো আমার রাজপ্রাসাদে!
তোর জীবনে কেবল হাহাকার,
আর আমার প্রাসাদে সুখের পাহাড়!"
নিত্য গোপাল এবার চোখ তুলে চায়—
"রাজা মশাই, সুখ যার ভেতরে, সে-ই রাজা হয়!
স্রষ্টা একদিন সবাইকে সমান করে দেয়—
সেই দিন রাজাও ফকির হয়!
তখনই বোঝা যাবে কার সত্যিকারের জয়!"
✍ লেখক পরিচিতি: নিতাই বাবু
নিতাই বাবু (নিতাই চন্দ্র পাল) একজন পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক, কবি ও ব্লগার। তিনি দীর্ঘদিন ধরে ব্লগ ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এ লিখে আসছেন। তার লেখায় উঠে আসে আঞ্চলিক ভাষার সৌন্দর্য, সমাজ-সংসারের অজানা গল্প, শোষিত মানুষের কণ্ঠস্বর এবং নাগরিক জীবনের টানাপোড়েন। তিনি বিশ্বাস করেন—লেখা হোক প্রতিবাদের, ভালোবাসার, মানবতার পক্ষে এক নির্ভীক উচ্চারণ।
— একজন শব্দযোদ্ধা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com