আমি মুক্তিযুদ্ধ দেখেছি
🕊️ আমি মুক্তিযুদ্ধ দেখেছি
— নিতাই বাবু
আমি মুক্তিযুদ্ধ দেখেছি—
না, সিনেমার পর্দায় নয়, ইতিহাস বইয়ের পাতায় নয়,
আমি নিজ চোখে দেখেছি আগুনের নিচে পোড়া মাটি,
দেখেছি কাঁপতে থাকা শিশুর চোখে পিতৃহীন বিস্ময়,
দেখেছি বধ্যভূমির পাশ দিয়ে হেঁটে যাওয়া নীরব জনপদ।
আমি স্বাধীনতা দেখেছি—
রক্তের বিনিময়ে কেনা সেই একটুকরো সকাল,
যেখানে সূর্য উঠেছিল এক নতুন পতাকা হাতে।
আমি দেখেছি, কীভাবে এক জাতি তার অস্তিত্বের জন্য
লড়েছিল আগুন আর বুলেটের বিপরীতে দাঁড়িয়ে।
আমি দেখেছি বাংলার মা-বোনদের আর্তনাদ,
দেখেছি টান পড়ে যাওয়া শাড়ির ভাঁজে
একটা স্বাধীন দেশের জেদ আটকে আছে।
সেই কান্নার শব্দ আজও বাতাসে বেজে ওঠে,
শুধু আমরা কান পেতে শুনি না।
আমি দেখেছি লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে,
তাদের চোখের শেষ দৃষ্টিতে ভেসে উঠেছিল
একটি মুক্ত ভূখণ্ডের স্বপ্ন—
যেখানে কেউ আর পরাধীন হবে না,
কেউ আর মুখ বুজে কাঁদবে না।
এই আমি, এক ক্ষুদ্র মানুষ,
একটি বড় ইতিহাসের নীরব সাক্ষী।
আমি বয়ে বেড়াই সেই অস্থিচূর্ণ করা অতীত,
আর বুকের ভিতর আজও জ্বলে—
এক অসমাপ্ত বিজয়ের আগুন।

✒️ নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭
লেখক, কবি ও গ্রামীণ ভাবনার চিত্রকার
🔗 আমার আরও লেখা পড়ুন:
👉 জীবনের ঘটনা |
👉 নিতাই বাবু ব্লগ |
👉 চ্যাটজিপিটি ভাবনা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com