স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন
🅰️ স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন
অ বলে শোন রে তোরা আমি অসীম, আমিই সেরা!
এ নিয়ে তোরা কে করবি আমার সাথে জেরা?
আ বলে আমি আল্লাহর ভক্ত, সেটা তুমি জানো?
আরও হলাম আকাশকুসুম, এবার আমায় গুরু মানো!
ই বলে আমি কি দেখাতে পারি আমার ইচ্ছাশক্তি?
আমি থাকি ইশারায়, তাই সবাই আমায় করে ভক্তি!
ঈ বলে দেখ দেখি! আমি আছি স্বয়ং ঈশ্বরের কৃপায়!
আমার ভক্ত ঈমানদার, তবুও চিনছিস না আমায়?
উ বলে আমি আছি সবার উপরে সকল উৎসবে,
করো না তুচ্ছ! একটু খেয়াল করে ভেবে দেখ সবে।
ঊ বলে শুনলাম সবার কথা, শুনলাম সব গুণকীর্তন,
ঊষালগ্নে আমায় দেখে শুরু করে হরিনাম সংকীর্তন।
ঋ বলে শোন সবাই, আমি তোদের ঋণ দিয়ে চালাই,
ঋষি, কৃষি যত আছে আমাকে ঋ নামে চিনে সবাই।
এ বলে এই যা! এঁরা আমায় কেন দিয়েছে রে বাদ?
এবাদত ছাড়া কি গ্রহণ করতে পেরেছে স্বর্গের স্বাদ?
ঐ বলে চুপ থাক তোরা, ধেয়ে আসছে ঐরাবত!
ক্ষেপে গেলে বিপদ, যতই করিছ তোরা এবাদত!
ও বলে হায়রে কপাল! ওলকচু খাইছনি কোনকালে?
ওলকচুতে গলা ধরে, মনে থাকে ইহকাল পরকালে!
ঔ বলে ঘাবড়াবে না! আমি দিব তোদের ঔষধ বানিয়ে,
ঔষধ খেলে সেরে যাবে, ও-কে তোরা দে জানিয়ে।
![]() |
নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে। 🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com