স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন

 

🅰️ স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন

বলে শোন রে তোরা আমি অসীম, আমিই সেরা!
এ নিয়ে তোরা কে করবি আমার সাথে জেরা?

বলে আমি আল্লাহর ভক্ত, সেটা তুমি জানো?
আরও হলাম আকাশকুসুম, এবার আমায় গুরু মানো!

বলে আমি কি দেখাতে পারি আমার ইচ্ছাশক্তি?
আমি থাকি ইশারায়, তাই সবাই আমায় করে ভক্তি!

বলে দেখ দেখি! আমি আছি স্বয়ং ঈশ্বরের কৃপায়!
আমার ভক্ত ঈমানদার, তবুও চিনছিস না আমায়?

বলে আমি আছি সবার উপরে সকল উৎসবে,
করো না তুচ্ছ! একটু খেয়াল করে ভেবে দেখ সবে।

বলে শুনলাম সবার কথা, শুনলাম সব গুণকীর্তন,
ঊষালগ্নে আমায় দেখে শুরু করে হরিনাম সংকীর্তন

বলে শোন সবাই, আমি তোদের ঋণ দিয়ে চালাই,
ঋষি, কৃষি যত আছে আমাকে নামে চিনে সবাই।

বলে এই যা! এঁরা আমায় কেন দিয়েছে রে বাদ?
এবাদত ছাড়া কি গ্রহণ করতে পেরেছে স্বর্গের স্বাদ?

বলে চুপ থাক তোরা, ধেয়ে আসছে ঐরাবত!
ক্ষেপে গেলে বিপদ, যতই করিছ তোরা এবাদত!

বলে হায়রে কপাল! ওলকচু খাইছনি কোনকালে?
ওলকচুতে গলা ধরে, মনে থাকে ইহকাল পরকালে!

বলে ঘাবড়াবে না! আমি দিব তোদের ঔষধ বানিয়ে,
ঔষধ খেলে সেরে যাবে, ও-কে তোরা দে জানিয়ে।


নিতাই বাবু

নিতাই বাবু

পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে।
মূলত সমাজ, সংস্কৃতি, স্মৃতিচারণা ও ছন্দনিবদ্ধ রচনায় আগ্রহী।
ভাষার শুদ্ধচর্চা ও সাহিত্যসমৃদ্ধ বাংলার প্রতি অগাধ ভালোবাসা।

🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন:

Facebook Facebook Twitter Twitter WhatsApp WhatsApp Email Email

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার