পৃথিবীটা গোল
🌍 পৃথিবীটা গোল
পৃথিবীটা গোল,
তাইতো এতো হট্টগোল।
চারদিকে চিৎকার, কান্নার রোল,
দেশে দশে বাজছে যুদ্ধের ডামাডোল!
পৃথিবীটা গোলাকার,
তাইতো দেখি চারদিকে হাহাকার।
আশ্রয়হীনের আর্তনাদ, ক্ষুধার্তের চিৎকার,
স্বদেশহারা শরণার্থীদের বুকফাটা আর্তচিৎকার!
পৃথিবীটা ঘূর্ণায়মান,
তবু কেন থেমে যায় মানবতার গান?
বুকের ভিতর জমে ওঠে শত অভিমান,
শান্তির নামে চলে রক্তাক্ত অভিযান।
পৃথিবীটা ঘোরে,
তবু বাঁচে না কাতর মায়ের চোখের কোণে ঘোরে।
ক্ষমতার লোভে গড়ে বন্দুকের পাহাড় চূড়ে,
অভাগাদের স্বপ্ন ভেঙে পড়ে মৃত্যু কবরের গহ্বরে।
পৃথিবীটা ঘোরে ঠিকই,
তবু হৃদয় যেন চিরদিনই অধিকারহীন একদিক!
তবু কিছু শিশু আজও গায় নতুন দিনের সঙ্গীত,
ভালোবাসা আর মানবতা হোক এই ধরণীর একমাত্র ঐশ্বরিক শক্তি চিরস্থায়ী নীত!
✍️ নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত ব্লগার, কবি ও সমাজসচেতন লেখক। bdnews24 ব্লগ-এ ‘নিতাই বাবু’ নামে লেখালেখি করেন বহু বছর ধরে। তাঁর লেখায় উঠে আসে শৈশব, গ্রামীণ জীবন, নারায়ণগঞ্জ শহর ও শীতলক্ষ্যার আত্মজ স্মৃতি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com