আমি বাদামওয়ালা


আমি বাদামওয়ালা

নিতাই বাবু:

আমি বাদামওয়ালা, শহরের পথের বন্ধু,
ডাকি সকাল-বিকেল— “বাদাম লাগবে? খাঁটি বাদাম!”
ঝুড়ি ভরা বাদামের পাশে থাকত কিছু স্বপ্ন,
সেই স্বপ্ন দিয়েই কিনতাম বই, খাতা, কলম।

বাবা-মা বলতেন, “পড়তে হবে তোকে!”
আর আমি বলতাম— “বাদাম বিক্রি করে, হ্যাঁ, পারব আমি!”
রোদে পুড়েছি, বৃষ্টিতে ভিজেছি, তবুও হেরেছি না,
কারণ আমার কলমের রং ছিল ঘামের মত স্বচ্ছ।

পাঠশালার বেঞ্চে বসে ভাবতাম কবিতা,
পথের ধুলোয় খুঁজতাম শব্দের দীপ্তি।
সেই আমি—
আজও লিখি, কাগজে নয় শুধু, হৃদয়ে।

আমি বাদামওয়ালা—
আর এটাই আমার কবিতা।


লেখক পরিচিতি:
নিতাই বাবু: একজন সাহিত্যপ্রেমী, ব্লগার এবং কথাশিল্পী, যিনি বাংলা ভাষার গভীরে ডুবে গিয়ে লিখে চলেছেন জীবনের কথা, সমাজের কথা। তাঁর কবিতায় উঠে আসে আত্মজিজ্ঞাসা, নিঃসঙ্গতা, শৈশবের ক্ষত এবং মানুষের অভ্যন্তরের অন্ধকার। তিনি bdnews24.com ব্লগের একজন পুরস্কারপ্রাপ্ত লেখক। সেখান থেকেই তাঁর লেখালেখির হাতেখড়ি।

শেয়ার করুন:

📘 Facebook 🐦 Twitter 📱 WhatsApp

পোস্টটি বন্ধুদের সাথে শেয়ার করুন:

Facebook Facebook Twitter Twitter WhatsApp WhatsApp Email Email TikTok TikTok

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার