আমি রক্ত মাংসে গড়া


🌺 আমি রক্ত মাংসে গড়া 🌺

আমি রক্ত মাংসে গড়া,
স্বপ্নের ভেতর হেঁটে চলা এক বাস্তব মানুষ।
নেই কোনো জাদু, নেই কোনো মিথ,
আমার ক্লান্তি, আমার ঘাম — সবই ছুঁয়ে দেখা যায়।

আমি প্রতিদিন ভাঙি, প্রতিদিন গড়ি,
ভোরের আলোয় জেগে উঠি হাহাকারের ভেতর।
ভাতের জন্য লড়াই করি,
ভালোবাসার জন্য চোখ ভিজে যায়।

আমি রক্ত মাংসে গড়া
চোখের জল, ঠোঁটের হাসি, বুকের কষ্টে তৈরি।
তাই যে আমায় শুধু ছবি ভাবে,
সে জানে না রক্তে লেখা আমার নাম।

আমার আছে রাগ, আছে দুঃখ,
আছে অপমান সহ্য করার অসীম শক্তি।
আমি নিঃশব্দ চিৎকারে বেঁচে থাকা মানুষ,
আমি ইতিহাস নই — আমি বর্তমানের আখ্যান।

আমি রক্ত মাংসে গড়া
তাই প্রেমে পোড়ে, বেদনায় বাঁচে,
এমনই এক মাটি-ছোঁয়া জীবন্ত কবিতা।


✍️ লেখক পরিচিতি:
নিতাই বাবু — একজন সমাজসচেতন কবি ও ব্লগার। bdnews24 ব্লগে তার লেখালেখির যাত্রা শুরু। তিনি মূলত নারায়ণগঞ্জ শহর ও তার চারপাশের ইতিহাস, নদী ও মানুষের জীবন নিয়ে লেখেন। "রক্ত মাংসে গড়া" তার জীবনবোধ ও সংগ্রামী আত্মার প্রতিচ্ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার