আমি সমাজের ঘৃণিত মানুষ

                 শ্রী নিতাই চন্দ্র পাল (নিতাই বাবু)

আমি হিন্দু আমি বিধর্মী
আমি ছাড়াল আমি চণ্ডাল,
আমি মূর্তিপূজা করি তাই
কেউ বলে আমি সমাজের জঞ্জাল।

আমি গরিব আমি দরিদ্র
আমি অর্থহীন আমি ভূমিহীন,
আমি অসহায় নিঃস্ব তাই
কেউ বলে আমি সমাজের ডাস্টবিন।

আমি কুশ্রী আমি অসুন্দর
আমি দুর্বল আমি শক্তিহীন,
আমি চাকরি করি তাই
কেউ বলে আমি চাকর পরাধীন।

আমি শত্রু আমি কুলাঙ্গার
আমি গৃহহীন আমি সর্বহারা,
আমি বস্তিতে থাকি তাই
কেউ বলে আমি উদ্বাস্তু বাস্তুহারা।

আমি অসহায় আমি অভিশপ্ত
আমি সংখ্যালঘু আমি ঘৃণিত,
আমি মূর্খ অশিক্ষিত তাই
কেউ বলে আমি সমাজের নিন্দিত।

আমি মানব আমি সৃষ্টির সেরা
আমি স্রষ্টার প্রেরিত মানুষ,
আমি সমাজের দরিদ্র তাই
কেউ বলে আমি সমাজের অমানুষ।

আমার জীবনের গল্প নিয়ে কিছু লেখার লিংক দেয়া হলো। 

জীবনের গল্প-৩ এখানে।  জীবনের গল্প-৪ এখানে।

জীবনের গল্প-৫ এখানে।  জীবনের গল্প-৬ এখানে।

জীবনের গল্প-৭ এখানে।  জীবনের গল্প-৮ এখানে।

জীবনের গল্প-৯ এখানে।  জীবনের গল্প-১০ এখানে। 

জীবনের গল্প-১১ এখনে। জীবনের গল্প-১২ এখানে। 

জীবনের গল্প-১৩ এখানে। জীবনের গল্প-১৪ এখানে।

জীবনের গল্প-১৫ এখানে। জীবনের গল্প-১৬ এখানে। 

জীবনের গল্প-১৭ এখানে। জীবনের গল্প-১৮ এখানে। 

জীবনের গল্প-১৯ এখানে। জীবনের গল্প-২০ এখানে। 

জীবনের গল্প-২১ এখানে। জীবনের গল্প-২২ এখানে।

জীবনের গল্প-২৩ এখনো। জীবনের গল্প-২৪ এখানে। 

জীবনের গল্প-২৫ এখানে। জীবনের গল্প-২৬ এখানে। 

জীবনের গল্প-২৭ এখনো। জীবনের গল্প-২৮ এখানে। 

জীবনের গল্প-২৯ এখনে। জীবনের গল্প-৩০ এখানে। 


ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার