অভাবে স্বভাব নষ্ট
সংসারে যদি থাকে অভাব
বলে তাকে অভাবী,
অভাবে হয় স্বভাব নষ্ট
হয় সে দুশ্চরিত্র স্বভাবী।
অভাব নাই যার ঘরে
সুখ তার সংসারে,
সুখী সংসারেও লাগে আগুন
জ্বলে-পুড়ে মরে।
যার নাহয় স্বভাব নষ্ট
হয়না তার কষ্ট,
যদিও থাকে না খেয়ে সে
থাকে সুস্থ পরিপুষ্ট।
প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,
০৯/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com