মায়ের ভালোবাসা
সন্তানে মুখে খাবার তুলে দিয়ে
নিজেই না খেয়ে রয়!
মায়ের দায়িত্ব এমনই হয়,
শত দুঃখ-কষ্ট আপদ-বিপদেও
সন্তানকে বুকে ধরে রয়!
মায়ের ভুমিকা এমনই হয়,
কখন যে আসবে ঝড়তুফান
সেদিকে কান পেতে রয়!
মায়ের আশা এমনই হয়
সন্তানকে লেখাপড়া শেখানোর জন্য
ভিক্ষার ঝুলি কাঁধে তুলে লয়!
মায়ের ঋণ শোধরাবার নয়,
সন্তানের শরীরের চামড়া দিয়েও
যদি মায়ের পায়ের জুতো বানানো হয়।
প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৮/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com