হে অন্তর্যামী

তুমি জীবের অন্তর্যামী
থাকো সবার অন্তরে,
তুমি আছো বসে
সবার মন মন্দিরে।

তুমি পাহাড়ের চূড়ায়
হিমালয়ে নদীতে সাগরে,
তুমি আকাশে পাতালে
মাঠে ঘাটে প্রান্তেরে।

তুমি জীবের চালিকাশক্তি
সকল জীবের নিশ্বাসে,
তুমি সর্বশক্তিমান স্রষ্টা
সকল মনের বিশ্বাসে।

তুমি দয়ার ভান্ডার
তোমার দয়ায় ভাসে,
তুমি মহামায়া করুণাময়
থাকে করুণার আশে।

তুমি অনাথের নাথ
তুমি অসহায়ের সহায়,
তুমি জীবের নিশ্বাসে
তুমি বিশ্বাসে আরাধনায়।

তুমি জ্ঞানী অজ্ঞানী
সকলের মনের মণিকোঠায়,
তুমি গ্রহ-নক্ষত্র বিশ্বব্রহ্মণ্ডে
থাকো কানায় কানায়।



প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৬/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার