ছোটবেলার স্মৃতিগুলো

মন বলে আজ ফিরে যাই সেই ছোটেলায় 
যেসময় কেটেছিল দিনগুলো খেলায় খেলায়
ঘুরেফিরে কেটেছিল সময় মেলায় মেলায়
দিন মাস বছর ফুরিয়েছে হেলায় হেলায়।

মন বলে আজ সময়তো বেশি নেই হাতে
যেটুকু সময় ছিল তা হয়েছে শেষ অজান্তে 
তবুও যে হায় মন চলে যায় সেই ছোটবেলাতে
জীবনের শেষ সময়েও পারিনা মনটাকে মানাতে। 

তা কি হায় সেখানে কি আর ফিরে যাওয়া যায়?
ফিরে দেখা যায়, স্মৃতিগুলো যে মনের মণিকোঠায়
স্মৃতিগুলো যাবেনা মুছে, যদিও চলে যাই ঐ চিতায়
স্মৃতিগুলো রয়েই যাবে যখন থাকবো না দুনিয়ায়। 


প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৭/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার