নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দ
বাংলাদেশের ৮টি বিভাগ রয়েছে। ৮টি বিভাগে রয়েছে ৬৮ হাজার গ্রাম। এই ৬৮ গ্রামের মানুষ কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে না। শুদ্ধ বাংলা ভাষা যে বলতে পারে না, তা কিন্তু নয়। অনেকেই শুদ্ধ বাংলা ভাষায় কথা বলতে পারে। তারপরও যে যেই অঞ্চলের, সে সেই অঞ্চলের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে বেশি পছন্দ করে। কারণ মাটির টার আর মাতৃত্বের টান তো সবারই থাকে। যেমন; যাদের জন্ম চট্টগ্রাম, তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পছন্দ করে। এমনই নোয়াখালীর মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। বরিশাল অঞ্চলের মানুষ বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলে। বর্তমানে আমি নারায়ণগঞ্জের মানুষ। তাই আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি।
তো আমি বাংলাদেশের গুটিকয়েক অঞ্চলের আঞ্চলিক ভাষা কিছু জানি এবং কথাও বলতে পারি। অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষা জানলেও, আমি অন্য অঞ্চলের ভাষা নিয়ে কিছু লিখছি না। আমি নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চাই। তো আসুন, দেরি না করে শুরু করা যাক!
সংখ্যা | শুদ্ধ শব্দ | আঞ্চলিক শব্দ |
১ | নারায়ণগঞ্জ | নানগঞ্জ |
৩ | এখানে | এনো |
৪ | এদিক | এন্দা |
৫ | ওইদিক | হেন্দা |
৬ | আসেন | আহেন |
৭ | কোনদিক | কোন্দা |
৮ | কাঁঠাল | কাডাল |
৯ | শোনেন | হুনেন |
১০ | শুনছেন | হুনছেন |
১১ | শুনবেন | হুনবেন |
১২ | যাচ্ছি | যাইতাছি |
১৩ | খাচ্ছি | খাইতাছি |
১৪ | আসছি | আইতাছি |
১৫ | যাবো | যামু বা যামুনে |
১৬ | এক সময় | একসুম |
১৭ | কখন | কোনসুম |
১৮ | যেতে হবে | যাওন লাগবো |
১৯ | আসতে হবে | আওন লাগবো |
২০ | আসবো | আমু বা আমুনে |
২১ | নদী | নদী বা গাঙ |
২২ | পাড় হবো | পাড় অমু |
২৩ | দেখাতাম | দেখাইতাম |
২৪ | খাওয়াতাম | খাওয়াইতাম |
২৫ | শোনাতাম | শুনাইতাম |
২৬ | শোনাবো | শুনামু |
২৭ | দেখাবো | দেখামু |
২৮ | দেখবো | দেখমু |
২৯ | দিবো | দিমু |
৩০ | নিন | লন |
৩১ | চলে যান | যানগা |
৩২ | আসবেন | আইবেন |
৩৩ | পাড় হবো | পাড় অমু |
৩৪ | পড়বো | পড়মু |
৩৫ | বুঝেছি | বুঝ্ঝি |
৩৬ | বোঝাবো | বুঝামু |
৩৭ | খেয়েছেন | খাইছেন |
৩৮ | যাচ্ছেন | যাইতাছেন |
৩৯ | আসছেন | আইতাছেন |
৪০ | করছেন | করতাছেন |
৪১ | করুন | করেন |
৪২ | ধরুন | ধরেন |
৪৩ | বাড়ছে | বাড়তাছে |
৪৪ | কমছে | কমতাছে |
৪৫ | শুনছে | হুনতাছে |
৪৬ | শোনা | হুনা |
৪৭ | শোনা যায় | হুনা যায় |
৪৮ | দিতে | দেওন |
৪৯ | এসেছেন | আইছেন |
৫০ | রান্না | পাক |
৫১ | কাজ | কাম |
৫২ | রান্নার কাজ | পাকের কাম |
৫৩ | কাজকর্ম | কামকাইজ |
৫৪ | কেটেকুটে | কাইট্টাকুইট্টা |
৫৫ | খেটেখুটে | খাইট্টাখুট্টা |
৫৬ | কোনরকম | কোনমতে |
৫৭ | ভালো লাগে না | ভাল্লাগে না |
৫৮ | ভালো | ভালা |
৫৯ | ভালো লাগে | ভাল্লাগে |
৬০ | কালো | কালা |
৬১ | বিয়ে | বিয়া |
৬২ | দিয়ে | দিয়া |
৬৩ | হেলেদুলে | হেইল্লাদুইল্লা |
৬৪ | মোটা | মোডা |
৬৫ | মোটামুটি | মোডামুডি |
৬৬ | ঘুমাবো | ঘুমামু |
৬৭ | ঘুরবো | ঘুরমু |
৬৮ | ঘোরাবো | ঘুরামু |
৬৯ | যেভাবে | যেম্নে |
৭০ | এভাবে | এম্নে |
৭১ | সেভাবে | হেম্নে |
৭২ | কীভাবে | কেম্নে |
৭৩ | আসে | আহে |
৭৪ | আসে না | আহে না |
৭৫ | চাওয়া | চাইয়া |
৭৬ | চেয়ে নিতাম | চাইয়া নিতাম |
৭৭ | থাকে | থাহে |
৭৮ | চেয়ে থাকে | চাইয়া থাহে |
৭৯ | বলতাম | কইতাম |
৮০ | মরবো না | মরতাম না |
৮১ | মারবো | মারমু |
৮২ | পড়াবো | পড়ামু |
৮৩ | পড়বো | পড়ুম |
৮৪ | কারেন্ট | কারেন |
৮৫ | মানুষে | মাইনষে |
৮৯ | মানুষের | মাইনষের |
৯০ | বলো | কও |
৯১ | বল | ক |
৯২ | বলছিস | কইতাছস |
৯৩ | মারছে | মারতাছে |
৯৪ | ঘুরছে | ঘুরতাছে |
৯৫ | শুনছে | হুনতাছে |
৯৬ | ভাবছে | ভাবতাছে |
৯৭ | কাঁদছে | কানতাছে |
৯৮ | কাঁদে | কান্দে |
৯৯ | মাঠে | মাডে |
১০০ | লেখছে | খেলতাছে |
আজকে এ-পর্যন্ত। এখানেই শেষ!
বি:দ্র: এর আগেও আমি শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এ নোয়াখালীর আঞ্চলিক ভাষার কিছু শব্দ এবং নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দের দুই-তিনটা পোস্ট করেছিলাম। ভাগ্যগুণে শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর অ্যাডমিন সেগুলো উনার ব্যক্তিগত ব্লগে চিরস্থায়ী করে রেখে দিয়েছেন। কারণ একই দেশের ভাষা অনেকরকম থাকলেও সেসব ভাষা সম্বন্ধে একই দেশের সবারই জানা দরকার মনে করে সেই পোস্টগুলো ব্লগে রেখেছেন। সেজন্য আমি চিরকৃতজ্ঞ। তো আজকে শুধু আমাদের নারায়ণগঞ্জের আঞ্চলিক ভাষার কিছু শব্দ এখানে দেখালাম। তারজন্য দয়া করে কেউ কিছু মনে করবেন না। যদি ভুল করে থাকি, তাহলে মন্তব্যের ঘরে অথবা ইনবক্সে জানালে কৃতার্থ থাকবো।
প্রিয় পাঠক, লেখা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৫/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com