চিরসুখী
আমি মজুর আমি গরিব আমি চির দুখী,
সারাদিনে একবেলা খাই তাতেই আমি সুখী।
নাইবা থাকুক টাকা-পয়সা প্রচুর ধনসম্পত্তি,
দিবারাত্রি খেটে মরি তবুও নেই কোনও আপত্তি।
খাই-বা-না খাই তবুও আছি অনেক ভালো,
যদি থাকতে ধনসম্পত্তি ছড়িয়ে দিতাম আলো।
সেই আলোতে আলোকিত হতো লোকসমাজ,
কেউবা হতো ডাক্তার ইঞ্জিনিয়ার কেউবা মহারাজ।
সুখী জীবনে দুঃখ আমার নেই তো টাকা কড়ি!
থাকতো যদি বিলিয়ে দিতাম অর্থ কাড়ি-কাড়ি।
অর্থ নেই মোর মনটা আছে দেবার সামর্থ্য নাই,
নিজেরই নাই জমিজমা তবুও বিলিয়ে দিতে চাই।
প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,
০৪/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com