খেটে খাওয়া মানুষ



খেটে খাওয়া উনি মজুরি তার খুবই অল্প 
যায় পায় তা-ই খায় আয় বলতে স্বল্প!
সারাদিনের মজুরি তার মাত্র পাঁচশো টাকা,
চারজনের সংসার চালাতে পকেট হয় ফাঁকা।

নুন আনতে ফুরায় পান্তা লাগে না তরকারি 
লাগে শুধু চাল-ডাল আর অল্পকিছু দরকারি
দরকার হয় কাপড়চোপড় ঔষধ লবণ কেরোসিন 
ময়-মশলার নেই দরকার মাংস হয় না কোনোদিন।

তবুও যে মন চায় খেতে মাছ পশুর মাংস 
একদিন মাংস খেলেই তার অর্থনীতি ধ্বংস!
এক কেজি পশুর মাংস তার দুইদিনের কামাই 
তাই মাংস দেখে গিলে ঢোঁক কেনার সাধ্য নাই।

দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি গতি বাড়ে প্রতিদিন
এবারের ঈদ ক্যামনে হবে ভাবে বসে রাতদিন।
ঘনিয়ে এলো ঈদ-উল-ফিতর বাকি কিছুদিন  
ছেঁড়া জামা লুঙ্গি পরেই ঘুরবে এবার ঈদের দিন।


প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৫/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার