সত্য কথায় বিপদ

                ছবি নিজের বানানো। 

সত্য কথায় জীবন যায় 
যেতে হয় কারাগারে, 
ন্যায়বিচার খুব কমই হয়
মিথ্যার জয় বিচারে।

মিথ্যে কথায় পুরস্কার মেলে 
মেলে সম্মানী পদবী 
জোর-জুলুমের হয় উন্নতি 
পক্ষে থাকে দেবদেবী।

উচিৎ কথা বলতে মানা
বলতে গেলেই কিল,
সাথে থাকে লাত্থি গুতা 
আরও থাকে ঢিল।

মিথাবাদীরা দেয় ধর্মের দোহাই 
সেটাই শুনে সর্বজনে,
কোনটা সত্য কোনটা মিথ্যা 
যাচাই করে কয়জনে?

প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৪/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার