পাঁচ বালতি জমি

পাঁচ বালতি জমি আমার
পরের বাড়ি থাকি,
জমিতে করেছি ফুলের চাষ
ধান থাকলো বাকি।

আস্তেধীরে চাষ করবো সব
আলু পটল বেগুন,
এসবের নাকি ফলন ভালো 
দামেও চড়া দ্বিগুণ।

পাঁচ বালতি জমিতে আমার
তুলসী দেখায় শোভা, 
তুলসী লাগে দেব পূজায় 
ফুলও লাগে জবা।

একটা গাছে ফুটেছে রক্তজবা 
আর একটায় কামিনী, 
তা দেখে সবাই খুশি 
খুশি মোর অর্ধাঙ্গিনী।


প্রিয় পাঠক, লেখা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৯/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার