জ্ঞানের আলো ছড়িয়ে দাও

সূর্যের আলো নাহয় ঢেকে রাখুক মেঘে,
তাতে তোমার লাভ কি হায় রেগে-মেগে ?
তোমার জ্ঞানের আলো ছড়িয়ে দাও–
রাত শেষে ভোরে, ঘুম থেকে জেগে! 

সূর্যের আলো থেকেও আলোকিত জ্ঞান,
যা থাকে সৃষ্টির সেরা জীবের মস্তিষ্কে!
সেই জ্ঞানভাণ্ডার সদা রেখেছেন প্রভু খুলে!
বিলিয়ে দাও, ছড়িয়ে দাও, দিকে দিকে!

সূর্য থেকে আলো কেড়ে আলোকিত চাঁদ 
জীবের জ্ঞানের আলোতে মিটে জীবনের স্বাদ!
সেই জ্ঞান রেখো না বন্দী, স্বেচ্ছায় বিলিয়ে দাও।
তাতে হবেনা কেউ জ্ঞানশূন্য, জানিয়ে দাও!


প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৮/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার