কবির মন

কবির মন, শুধু ভাবে কী যে লিখি এখন
কারণে আর অকারণ, রাতদিন যখন-তখন,
বিচলিত কবির মন, কী লিখবে যে কখন
ঘুমহীন চোখে, কবি ভাবে বসে সর্বক্ষণ!

কবির মন, স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবে
কীভাবে হয়েছিল শুরু, শেষ হবে কীভাবে?
কী কথা ছিলো, আর কী করছি ভবে
যখন যাবো চলে, তখন কী হবে?

কবির মন, ভাবে সুন্দর কেন প্রকৃতি 
বিশাল এই পৃথিবী, গোলাকার তার আকৃতি,
সাগর-নদী, বন-জঙ্গল, ফল-মূল প্রবৃত্তি 
পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, বসুমতী!

কবির মন, ভাবনা পাখিরা কেন গায়
কষ্ট ওদের, বাসাটা যখন ঝড়ে উড়ে যায়,
শত কষ্ট ভুলে গিয়ে আবার বাসা বানায় 
সারাদিন উড়ে বেড়ায়, নীড়ে ফিরে সন্ধ্যায়! 

কবির মন, ভাবনা দেশ জাতি ও ধর্ম
সকলেই তো ধর্মানুরাগী, তবু কেন অপকর্ম?
বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম
দোষের কী? ধর্মানুসারীরা জানে ধর্মের মর্ম!

কবির মন, জীবের জীবন নিয়ে ভাবে
পৃথিবীতে কি করে চলছে, কে কীভাবে?
কেউ খাচ্ছে, কেউ মরছে, চলছে এভাবে
তবুও থামেনি সময়, সময় এভাবেই যাবে!

নিতাই বাবু:
নাগরিক সাংবাদিক,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
০২/০৫/২০২৩ইং।
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার