মেহনতী মানুষের জয়
রাজা ডেকে বলে, 'শুনো রে বাপু নিত্য গোপাল!
তোর এ কেমন কপাল? তোকে দেখি চিরকাল,
খেটেই যাচ্ছিস সকাল-বিকাল!
বল, এ তোর কেমন কপাল?'
নিত্য গোপাল বলে, 'শুনেন শুনেন রাজা মহাশয়,
আমি যদি না-ই খাটি ক্যামনে হবে আপনার জয়?
দরিদ্রদের হয় রক্ত ক্ষয়,
রাজার হয় রাজ্য জয়!
রাজা হলেন রাগ! বললো, 'বলিস কি নিত্য গোপাল?
এখান থেকে ভাগ! গরিবের রক্তে ফিরেনি মোর কপাল!
আমার হলো রাজ কপাল!
কার এমন সাত কপাল?'
নিত্য গোপাল বলে, 'সবার-ই-তো একই কপাল!'
ভাগ্য দোষে হয় কাঙাল! চিরসুখীও হয় কঙ্কাল!
অর্থে দূর হয়না জঞ্জাল!
দারিদ্রতাই সুখের কপাল!'
রাজা হেসে বলে, 'হাহাহাহা দরিদ্রদের আবার সুখ?
কষ্টে তোদের দিন চলে, বারোমাস দেখি তোদের দুখ!
এটা আবার কেমন সুখ?
রাজার থাকে রাজ্যের সুখ!
নিত্য গোপাল হাসে! হিহিহিহি, 'এই সুখ তো সুখ নয়!
যেদিন স্রষ্টার হুকুম আসে, সেদিন সবকিছুতেই ক্ষয়!
রাজাও একদিন ফকির হয়!
মেহনতি মানুষের হবে জয়✌!'
প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
নাগরিক সাংবাদিক ও হাতির,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,
০৪/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com