সভ্য যুগে ত্রাসের রাজত্ব

সভ্য যুগের সভ্য মানুষ 
স্বার্থের ধান্দায় থাকে বেহুশ,
মন্দের কদর ভালোর দোষ
ধর্মের বাণীতেও হয়না হুঁশ!

ধর্মের বাণী করে শ্রবণ 
করে না কেউ দুষ্টের দমন,
পুণ্যের আশায় তীর্থে গমন
ফলায় না সভ্যতার ফলন।

সভ্য যুগে অসভ্যের শক্তি 
দুষ্ট লোকদের করে ভক্তি,
জ্ঞানী লোকের খণ্ডন যুক্তি 
কী করে আর মেলে মুক্তি?

সভ্য যুগের দেশ-বিদেশে
অসভ্য সভ্যতার সাথে মিশে,
অশিক্ষিত থাকে শিক্ষিত বেশে
ত্রাসের রাজত্ব দেশে-দেশে। 

নিতাই বাবু:
নাগরিক সাংবাদিক
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০১/০৫/২০২৩ইং। 
ছবি: নিজের এডিট করা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার