অল্পতে হও খুশি


🙏 অল্পতে হও খুশি!

হরি বলে হরি, আমি ক্ষুধায় মরি!
দাও কিছু মোরে, পেটখানা ভরি।
হরি বলে হায়, বলি যে তোমায়,
কর্ম দোষে মরে ক্ষুধার জ্বালায়!

যার যার ভাগ্য, কর্মতেই বদলায়,
কর্মতেই শাস্তি ভোগ কড়ায় গন্ডায়।
হরি বলে হরি, বুঝতে না পারি,
অভাবে স্বভাব নষ্ট, নিজে কি করি।

হরি বলে শুনো, নেইতো অভাব,
শুধু অভাব-অভাব, এটা স্বভাব!
আছে প্রচুর, তবুও অভাবী ভাব,
অল্পতে হইও খুশি, গুছবে অভাব।

হরি বলে হরি, যদি যাই মরি,
বলবো না কভু আর, ক্ষুধায় মরি।


✍️ নিতাই বাবু
নাগরিক সাংবাদিক,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
🗓️ ০১/০৫/২০২৩ইং
📷 ছবি: নেট থেকে সংগ্রহ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার