শহরের ফুটপাত

ফুটপাত, 
কিছুতেই কমছে না হকারদের উৎপাত
এতে শত উন্নয়ন-ই হয়ে যাচ্ছে ধূলিসাৎ,
পথচারীদের মাথায় পড়ছে বজ্রপাত
ফুটপাতের কারণেই যানজটের সূত্রপাত! 

ফুটপাত, 
শহরের রাস্তা মাত্র কয়েক হাত
তারমধ্যে অর্ধেক রাস্তাই ফুটপাত,
সরাতে গেলে পেটে লাগে আঘাত
কেউ বলে গরিবের উপর কষাঘাত! 

ফুটপাত, 
তাহলে কীভাবে হবে মুক্ত ফুটপাত?
যদি না থাকে বিশিষ্টজনের দৃষ্টিপাত,
শহরের উন্নয়ন সৌন্দর্য সবই ধূলিসাৎ 
নির্বিঘ্নে হাঁটার বিঘ্ন ঘটাচ্ছে ফুটপাত। 

নিতাই বাবু 
৩০/০৪/২০২৩ইং।
ছবি নারায়ণগঞ্জ কালীর বাজার সংলগ্ন নারায়ণগঞ্জ হাইস্কুল ও নারায়ণগঞ্জ কলেজ'র সাননে থেকে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার