কান্না ভুলে হাসি

এসেছিলাম যখন আমি ভবে,
আমি ছিলাম চুপ— চিন্তিত ছিল সবে!
চোখ মেলে দেখালাম নিষ্ঠুর পৃথিবী,
কেঁদে উঠলাম আমি—
হেসেছিল জগতের সবে!
আমার তো হাসার কথাই ছিল,
তবু কেন হাসিনি?
আমি দিলাম কেঁদে!
বুঝলাম— পৃথিবীটা বড়ই স্বার্থপর,
কেউ কারো নয়—
শুধু সৃষ্টিকর্তা বাদে।
সেদিনের কান্নায় হেসেছিল বিশ্ববাসী,
কান্না গিয়েছি ভুলে—
এখন শুধু হাসি!
হাসিই হোক আমার জীবনসঙ্গী,
থাকুক মৃত্যু পর্যন্ত—
দেখুক এই জগতবাসী!
নিতাই বাবু
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক—
ব্লগ ডট বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com