সূর্যকে করেছিলাম দুটি প্রশ্ন!

🔆 প্রশ্ন ও উত্তর 🔆

মহান স্রষ্টা নিরাকার।
আমরা দুই, দু’য়েতে একাকার
শুধু পৃথিবীর মাঝেই দেখি যত হাহাকার,  অত্যাচার অবিচার

তা দেখে মহান স্রষ্টা হতবাক নির্বিকার! তিনি বলে—
"জানি না তোমাদের মাঝে কিসের এতো অহংকার!"

প্রশ্ন: তুমি কেন পাপি-তাপীদের মাঝে সমানভাবে তোমার আবির মাখা আলো বিতরণ করছো? আমাদের সমাজপতিরা তো তাঁদের ক্ষমতা বলে নিজেদেরই আখের গোছায়।

উত্তর: আমার কাজ আলো বিতরণ করা। কে পাপী, কে তাপী, তার হিসাব না করা।
পাপ করে যাঁরা সজা পাবে তাঁরা। পূণ্য করবে যাঁরা, সুখ পাবে তাঁরা।
আমার কাজ সুষ্ঠু বিতরণ। আমাদের মহান স্রষ্টা করেছে বারণ
কোরো না কারোর অধিকার হরণ
আর তোমারা জীবের সেরা মানুষ হয়েও করছো অসুরের রূপধারণ
বুঝি না এর কী কারণ!

— নিতাই বাবু


✍️ লেখক পরিচিতি:
নিতাই বাবু একজন জননন্দিত কবি, ব্লগার ও সমাজসচেতন লেখক। নারায়ণগঞ্জ কেন্দ্রিক নাগরিক সমস্যা, ভাষাচর্চা ও দর্শনভিত্তিক রচনার জন্য তিনি পরিচিত। bdnews24 ব্লগে তাঁর লেখাগুলো পাঠকের মন ছুঁয়ে যায় গভীরভাবে।

📤 শেয়ার করুন:

Facebook    Twitter    WhatsApp

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার