গদ্য কবিতা: এখনো বেঁচে আছি…
✍️ গদ্য কবিতা: "এখনো বেঁচে আছি…"
লেখক: নিতাই বাবু
আমি এখনো বেঁচে আছি… কারণ, এখনও অনেক কিছু দেখা বাকি।
দেখেছি আগুনে পুড়তে বাংলার মাটি, রক্তে ভেসে যেতে সরু খাল আর কাঁচা পথ। দেখেছি মা-বোনের আর্তনাদে কেঁপে উঠতে আকাশ, সেই আকাশ এখনো মাথার ওপর।
আমি ছিলাম ছোট, তবুও চোখে আঁকা সব দৃশ্য— নির্মমতা, নির্যাতন, ভয়ের ছায়া, বুকে গেঁথে আছে এখনো।
আজ দেখি আরেক রূপ, দ্রৌপদীর বস্ত্র হরণ আজও চলে... তফাৎ শুধু—আজ হানাদার বিদেশি নয়, আজকের রক্তচক্ষু আমাদেরই কাঁধে ব্যাজধারী!
আজ যারা চালায় গুলি, ফাটায় বোমা, তারা আমাদেরই রক্ত। আজ যাদের হাতে পঙ্গু হয় যুবক, তাদের ডান হাতে জাতীয় পতাকা, বাম হাতে রাইফেল!
কী নিদারুণ ব্যথা! যে স্বাধীনতার জন্য ত্রিশ লক্ষ প্রাণ, লক্ষ মা-বোনের সম্ভ্রম উৎসর্গ, আজ সেই দেশের বুকে গর্জে ওঠে রাষ্ট্রীয় বর্বরতা।
আরো কষ্ট হয় যখন দেখি— আমাদেরই পাশের বাড়ির লোকটা, দুধেভাতে বড় হওয়া ছেলেটা, হিংসার চোখে মিছিল দেখে, চুপচাপ সহযোগিতা করে দমনযন্ত্রকে।
ঠিক যেমন ১৯৭১-এ— আমাদেরই কিছু মানুষ হয়েছিলো সহিংসতার বন্ধু। তখন শত্রু ছিল বাইরে, এখন শত্রু আমাদের ভিতরে।
দেখেছি ২০২৪ সালে কেমন করে ঝরে গিয়েছিল তরুণ প্রাণ, ভেবেছিলাম— শাসন যাবে, শান্তি আসবে, ভেবেছিলাম আবার সূর্য উঠবে।
কিন্তু না— আবারও ফিরে এসেছে আঁধার। আবারো বুক চিরে বেরুচ্ছে দীর্ঘশ্বাস, আবারো জ্বলছে শহর, আবারো রক্তে লেখা হচ্ছে প্রতিবাদ।
আমি বেঁচে আছি— কারণ, এখনও সব দেখা হয়নি। এই জাতিকে আরও কতোবার মরতে হয়, আর কতোবার জন্ম নিতে হয় মানুষ হয়ে?
✍️ লেখক: নিতাই বাবু
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com