কেউ এগিয়ে এলো না!
"একটা মানুষও এগিয়ে এলো না!"
নিহতের স্ত্রী কাঁদতে কাঁদতে বলছিলেন—
“এতো মানুষ মিলে একটা মানুষকে মারলো, একটা মানুষও এগিয়ে এলো না…”
তার কণ্ঠে কান্না ছিলো, কিন্তু তার কথায় ছিলো এক ভয়ংকর প্রশ্নের দহন।
তাঁর স্বামীকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করা হলো,
আর চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে থাকলো—
তাকিয়ে থাকলো।
কেউ কিছু বললো না,
কেউ হাত বাড়ালো না।
কেউ প্রতিবাদ করলো না।
কেউ সাহস দেখালো না।
এখন প্রশ্ন জাগে…
এই দেশের মানুষ কী তবে খুনিদের মৌন সমর্থক?
নাকি সবাই শুধু নীরব দর্শক?
নির্বাক দাঁড়িয়ে থাকা কি সত্যের পাশে না দাঁড়ানোর অন্য নাম নয়?
ভয়ের কাছে আত্মসমর্পণ কি খুনের অনুমোদন নয়?
একটি সমাজের ভয়, নির্বাকতা, আর আত্মকেন্দ্রিকতা
যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে থামিয়ে দেয়,
তখন অপরাধীরা সাহস পায়—আর নিরীহরা প্রাণ হারায়।
এই ঘটনায় শুধু একজন মানুষ মারা যায়নি,
আসলে আহত হয়েছে আমাদের মানবতা।
মারা গেছে নৈতিকতা।
চুপ করে দাঁড়িয়ে থাকা সেই শত শত মানুষ—
তারা কি সত্যিই নিরাপদ?
🕯️ আমরা কি এক ভয়াবহ নির্লিপ্তির যুগে প্রবেশ করলাম,
যেখানে ন্যায়বোধ নেই, প্রতিবাদ নেই,
শুধু আছে চোখ, কিন্তু নেই দৃষ্টি?
— একটি প্রশ্ন, যা আমাদের সবাইকে নিজের ভেতরে করতে হবে।
✍️ লেখক: নিতাই বাবু,
পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক—২০১৭
- 👉 জীবনের ঘটনা — ব্যক্তিগত স্মৃতি ও অনুভবের গল্প
- 👉 নিতাই বাবু ব্লগ — সমাজ, সংস্কৃতি ও ভাবনার কথামালা
- 👉 চ্যাটজিপিটি ভাবনা — এআই ও প্রযুক্তিভিত্তিক লেখা
আপনাদের পাঠই আমার প্রেরণা। সময় পেলে ঘুরে আসুন, মন্তব্য করুন, আর সাথে থাকুন! ❤️
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com