পোস্টগুলি

শিব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দূর হোক শিবলিঙ্গ নিয়ে ভুল ধারনা

ছবি
                    ভগবান শিব বা মহাদেব  আমরা হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মে বিশ্বাসী। সে সাথে মূর্তিপূজা ও বিভিন্ন দেবদেবীর পূজার্চনায়ও বিশ্বাসী। অথচ এই 'হিন্দু' নামের কোনও শব্দ কোনও শাস্ত্রগ্রন্থে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই হিন্দু শব্দটা আসলো কোথা থেকে? মূলত 'আর্য' ধর্মের পরিবর্তিত নাম হল 'হিন্দু' ধর্ম। আর এই আর্য ধর্ম সবচেয়ে প্রাচীন বলেই এ ধর্মকে সনাতন ধর্ম বলা হয়। আর এই আর্য-ধর্মের মূল গ্রন্থ ছিল বেদ। এই আর্য ধর্মের উৎপত্তি কখন বা কবে সৃষ্টি হয়েছে, তা নিয়েও বহু মতবিরোধ রয়েছে। এর সঠিক তথ্য আজ পর্যন্ত কোথাও পাওয়া যায়নি। তাই এই আর্য ধর্মটি 'সনাতন' (পুরাতন) ধর্ম নামে বিশ্বের বুকে প্রসিদ্ধ।                    “ শিবলিঙ্গ” ছবি ইন্টারনেট থেকে। জানা যায় 'হিন্দু' শব্দের উৎপত্তি প্যারসিক শব্দ থেকে। প্রাচীন কালে নাকি প্যারসিক বলা হত ইরানিদের। হিনস্‌র ভাষায় 'হিন্দু' শব্দের অর্থ হল যিনি হিংসা করে না। অতএব যিনি হিংসা করে, তিনি হিন্দু হতে পারে না। অথচ এই হিংসা আর অহংকার...