সৃষ্টিকর্তা একজন
✨ সৃষ্টিকর্তা একজন ✨
কতো ধর্মের কতো মানুষ
সৃষ্টিকর্তা হলো একজন,
ধর্ম হোক ভিন্ন ভিন্ন
মানুষ মানুষের আপনজন।
তুমি রাজা আমি প্রজা
পার্থক্য শুধু এখানে,
মৃত্যুর পরে চলে যাবো
আমরা সবাই একস্থানে।
কেউ খাচ্ছে কোরমা পোলাও
কেউ পঁচা পান্তাভাত,
কেউ ঘুমায় লেপ তোষকে
কেউ জাগে রাত।
কেউ থাকে দালান কোঠায়
কেউ থাকে রাস্তায়,
সবার দিনই যাচ্ছে চলে
সবারই রাত পোহায়।
আমি গরিব তুমি ধনী
রক্তের বর্ণ একরকম,
মানবজাতির হাসি কান্না
হয়না তো দুইরকম!
কেউ বলে আল্লাহ রসূল
কেউ বলে ভগবান,
কেউ বলে গড ঈশ্বর
সৃষ্টিকর্তা বড়ই মহান।
নিতাই চন্দ্র পাল (নিতাই বাবু) — একজন নিবেদিতপ্রাণ ব্লগার, যিনি bdnews24.com-এর ব্লগ প্ল্যাটফর্মে লেখেন। তিনি সমাজ, ইতিহাস, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নিয়ে লেখালেখিতে সিদ্ধহস্ত। তাঁর কলমে উঠে আসে জীবন, যৌবন ও যন্ত্রণার নিখুঁত চিত্র।
📘 ফেসবুকে লেখক: fb.com/srinitai.srinitai
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com