হে জাতির পিতা
হে জাতির পিতা,
আমি যদি শিল্পী হতাম,
তোমার ছবি এঁকে রাখতাম!
দেয়ালে দেয়ালে তোমার ছবি আঁকতাম,
ছবিগুলো দেখে রাখতে অনুরোধ করতাম।
যাদুঘরে মিউজিয়ামে সংরক্ষণ করে রাখতাম,
জনমে জনমে মনের মনিকোঠায় রেখে দিতাম!
হে জাতির পিতা,
আমি যদি কবি হতাম!
তোমার নামে কবিতা লিখতাম,
আমার সোনালী ডায়রিতে লিখে রাখতাম!
কবিতার বই ছাপিয়ে সবাইর হাতে দিতাম,
তোমার নাম কাগজে লিখে বাতাসে ওড়াতাম!
হে জাতির পিতা,
আমি যদি ইতিহাসবিদ হতাম!
তোমার নামে ইতিহাস রচনা করতাম,
তুমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তা লিখতাম।
জীবনভর শুধু তোমার ইতিহাসই লিখে যেতাম,
পৃথিবীর বাইরে থাকা ভিনগ্রহেও প্রচার করতাম।
হে জাতির পিতা,
আমি যদি হিমালয় হতাম!
পর্বতের চূড়ায় পদ্মাসনে বসাতাম,
তোমাকে আমার দেবতা মেনে পূজা করতাম!
আমার মন মন্দিরে তোমার ছবি টাঙিয়ে রাখতাম,
সকাল-সন্ধ্যা-রাতে তোমার ছবিতে ফুল ছেটাতাম।
হে জাতির পিতা,
আমি যদি বিচারক হতাম!
তোমার হত্যাকারীদের শাস্তি দিতাম,
১৫ আগস্টে নির্মম হত্যাকাণ্ডের বদলা নিতাম!
দুষ্টু মদতদাতাদের বিচারের আওতায় আনতাম,
বঙ্গবন্ধুর সপরিবার হত্যাকারীদের ফাঁসি দিতাম।
প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।
নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৫/০৫/২০২৩ইং।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
nitaibabunitaibabu@gmail.com