মুজিবের জন্মে বাংলাদেশ

                     মুজিব শতবর্ষ 

মুজিব নামের এই মানুষটি 
যদি জন্ম না হতো,
বাংলাদেশ নামের এই দেশটি 
কখনো না হতো। 

হয়তো বা হতো অন্য নামে
অনেক যন্ত্রণার পরে,
হয়তো বা দেশটা হতো স্বাধীন 
আরও অনেক রক্ত ঝরে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দিয়েছিলেন স্বাধীনতার ডাক,
ঝাপিয়ে পড়লো বাঙালিরা 
জীবন থাক আর যাক।

মাত্র নয় মাস যুদ্ধ শেষে 
হয়েছে স্বাধীন এ দেশ,
মুজিব হলেন জাতির পিতা 
আমরা পেয়েছি বাংলাদেশ। 


প্রিয় পাঠক, কবিতা পড়ে ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম,
০৮/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

nitaibabunitaibabu@gmail.com

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার