চোর চোর


কেউ মন চোর, কেউ দিল চোর,
কেই টাকা চোর, কেউ পয়সা চোর,
কেউ কাঁথা চোর, কেউ বালিশ চোর,
কেউ পর্দা চোর, কেউ ব্যাংক চোর,
কেউ জামা চোর, কেউ জুতা চোর,
কেউ বাঁশ চোর, কেউ হাঁস চোর,
কেউ মুরগী চোর, কেউ গরু চোর,
কেউ ছাগল চোর, কেউ গাড়ি চোর,
কেউ বাড়ি চোর, কেউ রিকশা চোর,
কেউ ভ্যান চোর, কেউ সিএনজি চোর,
কেউ অটোরিকশা চোর, কেউ বিমান চোর,
কেউ নৌকা চোর, কেউ জাহাজ চোর।
অন্যকে যে বলে চোর, সে-ও চোর!

কেউ অস্ত্র চোর, কেউ বস্ত্র চোর,
কেউ সোনা চোর, কেউ রুপা চোর,
কেউ মাছ চোর, কেউ সবজি চোর,
কেউ লাউ চোর, কেউ কুমড়া চোর,
কেউ আলু চোর, কেউ বালু চোর,
কেউ ত্রাণসামগ্রী চোর, কেউ ত্রাণ চোর,
কেউ রিলিফ চোর, কেউ সাহায্যের টাকা চোর,
কেউ বড় চোর, কেউ ছোট চোর,
কেউ তেল চোর, কেউ বেল চোর,
কেউ ভাত চোর, কেউ জাত চোর,
কেউ ছিঁচকে চোর, কেউ মাপে চোর,
কেউ ব্যালট চোর, কেউ ভোট চোর।
অন্যকে যে বলে চোর, সে-ও চোর!

কেউ মোবাইল চোর, কেউ ল্যাপটপ চোর,
কেউ ঘড়ি চোর, কেউ বড়ি চোর,
কেউ মাটি চোর, কেউ বাটি চোর,
কেউ রড চোর, কেউ সিমেন্ট চোর,
কেউ মেয়ে চোর, কেউ ছেলে চোর,
কেউ বউ চোর, কেউ শালি চোর,
কেউ প্রেমিকা চোর, কেউ নায়িকা চোর,
কেউ দেশ চোর, কেউ রাজ্য চোর,
কেউ আসন চোর,  কেউ বাসন চোর,
কেউ লেখা চোর, কেউ কবিতা চোর,
কেউ ঔষধ চোর, কেউ নমুনা পরীক্ষা চোর,
কেউ নামী চোর, কেউ দামী চোর।
অন্যকে যে বলে চোর, সে-ও চোর!

নিতাই বাবু:
নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
০১/০৫/২০২৩ইং।
ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

একটি মাঠ; হাজারো প্রাণের স্মৃতি

মা নাই যার, সংসার অরণ্য তার